ফের বিয়ের পিড়িতে বসলেন আলোচিত অভিনেত্রী শ্রাবস্তি দত্ত তিন্নি। পাত্রের নাম আদনান হুদা সাদ। ঘনিষ্ট সূত্রে জানা গেছে, মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে চুপিসারেই বিয়েটা সেরে ফেলেন।
কয়েকমাস ধরেই সাদের সঙ্গে প্রেম তার প্রেম চলছিল। ফেসবুকে দুজনের অন্তরঙ্গ ছবিও পোস্ট করেন তিন্নি। ছবিতে সাদের সঙ্গে তার মেয়ে ওয়ারিশাকেও দেখা গেছে।
উল্লেখ্য, অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে প্রথম বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একলা জীবন যাপন করছিলেন তিনি।