ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা মাহিয়া মাহির ফেসবুক ফ্যান পেজকে স্বীকৃতি দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ৬ মিনিটে এই স্বীকৃতি মেলে। নিজের ফ্যান পেজ স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে মাহি বলেন, ‘আমার ফ্যান পেজকে স্বীকৃতি দেয়ায় ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। এই অর্জনের জন্যে আমি আমার বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই।’
ফেসবুকে মাহির নামে বেশ কিছু ফ্যান পেজ আছে। তবে স্বীকৃতি প্রাপ্ত ফ্যান পেজটিই মাহির মূল ফ্যান পেজ বলে জানিয়েছেন মাহি। বর্তমানে মাহির ফেসবুক ফ্যান পেইজে এক লাখের ওপর ফ্যান রয়েছে। বর্তমানে মাহি, সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ছবিটির শুটিং করছেন। এছাড়া আসছে ঈদে মাহি অভিনীত ‘দেশা দ্য লিডার’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।