ঢালিউডে আলোচিত নবাগত মুখ পরী মণির নাম আরও একটি ফ্লপ ছবির নামের সাথে যুক্ত হলো। ২০১৩ সালে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করা এই নায়িকা কোন ছবি মুক্তির আগেই ৩২ ছবিতে নাম লিখিয়ে আলোচনায় আসেন। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ সাড়াজাগাতে পারেনি। এরপর মুক্তি পায় এই নায়িকার ‘পাগলা দিওয়ানা’ নামের ছবি। ছবিটি মুক্তির আগেই তোয়ালে পরিহিত পরী মণির পোস্টারে ছেয়ে যায় শহর। তবে এই অশ্লীল পোস্টারে ছবিকেও সাড়া দেননি সিনেমাপ্রেমী দর্শক। অনেক আশার ও স্বপ্ন নিয়ে এস এ হক অলিকের ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে কাজ শুরু করেন তিনি। এতে পরীর বিপরীতে সুপারস্টার শাকিব খান অভিনয় করার পরেও ছবিটি ফ্লপ। এরপর মুক্তি পায় চলতি বছরের অন্যতম গরম মাসালা ঘোরানোর ছবি ‘লাভার নাম্বার ওয়ান’। ছবির ব্যাপক অশ্লীলতায় ভরপুর ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হবার পর থেকেই সমালোচনার ঝড় উঠে। জনপ্রিয় নায়ক বাপ্পির সাথে জুটি বেঁধেও এই ছবিতে দর্শকদের নজর কাড়তে ব্যর্থ হন পরী। সপ্তাহ না পেরুতেই হল থেকে নামতে আরম্ভ করে ছবিটি। এদিকে গত শুক্রবার পরী মণি অভিনীত ‘নগর মাস্তান’ ছবিটি মুক্তি পেয়েছে। ব্যাপক অশ্লীলতার কারণে সেন্সর বোর্ড ছবিটিকে আটকে দেয়। তবে কাটছাঁট শেষে মুক্তি পাওয়া এই ছবিতেও পরী মণি নিজেকে মেলে ধরতে পারেননি। বোদ্ধারা মনে করছেন, পরী টিকে থাকার জন্য এখন সময় এসেছে অভিনয়ের প্রতি মনোযোগী হওয়া। সারাদিন ফেসবুকে কবিতা ও ছবি শেয়ার না করে অভিনয় শেখার স্কুলে ভর্তি হয়ে পরী মণি তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। কারণ তাকে পারতেই হবে আগামী দিনে তো ঢালিউডে তাকেই সেরা নায়িকা হিসেবে রাজত্ব করতে হবে। আর এই দুর্বলতা যদি তিনি না কাটিয়ে এভাবেই চলতে থাকেন। তবে হয়তো খুব একটা বেশিদিন তার চলচ্চিত্র ক্যারিয়ার দীর্ঘ হবেনা এ কথা বলার অপেক্ষা রাখেনা।