ক মাস আগেই ৪০-এ পা দিয়েছেন। বাঙালির হিসেব ধরলে তিনি এখন বুড়ির চৌকাঠে। হলিউডে এর মধ্যে এসেছেন, গিয়েছেন বহু বাঘা সুন্দরী মডেল-নায়িকা। তবু অ্যাঞ্জেলিনার জোলির সৌন্দর্যের মায়াজালে এখনও আবদ্ধ দুনিয়া। তারই প্রমাণ পাওয়া গেল এক ঘটনায়।
বিক্রি হতে চলেছে হলিউডের সেরা সুন্দরীদের তালিকায় থাকা অ্যাঞ্জেলিনা জোলির নগ্ন ছবি। ১৯৯৫ সালে, জোলির কুড়ি বছর বয়েসে ব্রিটিশ ফোটোগ্রাফার কেটি গার্নারের তোলা ছবিগুলি ছিল নায়িকার সম্পূর্ণ নগ্ন অবস্থার। লন্ডনের জেব্রা ওয়ান গ্যালারিতে জোলির সেইসব নগ্ন ছবির প্রদর্শনী হতে চলেছে। এক একটাছবির দাম উঠে ১৮০০ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৮২ হাজার টাকা। এইসব ছবির চাহিদা আকাশছোঁয়া বলেই জানা গিয়েছে।