ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হয়েছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ এর। কিন্তু পেশার খাতিরে একসঙ্গে শুটিং করছেন তারা। মরক্কোতে ‘জাগ্গা জাসুস’ ছবির শুটিং করছেন এই জুটি। কিন্তু শুটিংয়ে হঠাৎ বডি ডাবল ব্যবহার করলেন রণবীর-ক্যাটরিনা দুজনেই।[ads1]
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ছবি সহ খবরটি প্রকাশ পেয়েছে। জানা গেছে, একটি অ্যাকশন দৃশ্যের জন্যই নাকি বডি ডাবল নেওয়া হয়েছে। তাদের বডি ডাবলের অনেক ছবি এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রণবীর আর তার বডি ডাবলের হাতে আঘাতের চিহ্ন। এই দৃশ্যটিই রণবীর-ক্যাটরিনার বডি ডাবলরা শুট করেছেন।
উল্লেখ্য, এর আগে শোনা গেছে, রণবীর নাকি ছবি থেকে কিছু রোমান্টিক দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ করেন ছবির পরিচালক অনুরাগ বসুকে। তিনি আরও জানিয়েছেন, তার আর ক্যাটরিনার এটাই শেষ ছবি। এর পর আর তারা একসঙ্গে ছবি করবেন না।[ads2]