পর্ণ তারকা ও বলিউডের বর্তমান নাইকা সানি লিওনির ৩৩ তম জন্মদিন আজ। সকল মিডিয়া ও শুভাকাঙ্ক্ষী তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। সানি লিওনির জন্মদিন উপলক্ষে বিভিন্ন তারকারা তার বাসায় গিয়ে গিফট দিয়ে শুভেচ্ছা জানান।
সানি লিওনি নিজের জন্মদিনে তার বাসায়ই আছেন বলে জানা যায়। পর্ণ কোম্পানি ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তার জন্মদিনের শুভেচ্ছা জানান ও গিফট পাঠিয়ে দেন।
বিনোদন ও সোশাল মাধ্যমে তার ভক্তরা তাকে শুভেচ্ছা প্রদান করেন। সকল ভক্তকে সে তার হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ফেসবুক ও তুইটারে স্ট্যাটাস দিয়েছেন। “Thank you everyone for all the birthday wishes! You all rock my world! Xoxoxo”