জীবন কখন কোন দিকে মোড় নেবে, কেউ জানে না। এই বলিউড অভিনেত্রীর ক্ষেত্রে তা-ই হয়েছিল। পেশাদার জীবনের মধ্যগগনেই আমূল পরিবর্তন হয়ে যায় তাঁর জীবন। অর্থ, যশ সমৃদ্ধ গ্ল্যামার দুনিয়ার মোহ কাটিয়ে প্রাক্তন বলিউড অভিনেত্রী এখন বৌদ্ধ সন্ন্যাসিনী।
কে সেই অভিনেত্রী?
বছর ১২ আগেও হিন্দি সিনেমা ও সিরিয়ালের চেনা মুখ ছিলেন বরখা মদান। অক্ষয় কুমারের খিলাড়িয়োঁ কা খিলাড়ি, টিভি সিরিয়াল ‘ঘর এক স্বপ্না’-য় গ্ল্যামার গার্ল হিসেবে তাঁকে পেয়েছে বলি-দুনিয়া। ১৯৮৪ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফাইনালিস্ট ছিলেন বরখা। পরবর্তীকালে নিজে প্রোডাকশন হাউস তৈরি করে ছবি প্রযোজনার কাজেও হাত দেন।
লামা জোপা রিনপোচে-র কাছে বৌদ্ধ ধর্মের আদর্শে দীক্ষা নেন। ওই সময় তাঁর হাতে বলিউডে প্রচুর কাজ। বাবা-মা-কে ইচ্ছার কথা জানান। লোভ ত্যাগ করে পাড়ি দেন কাঠমান্ডু।
সেখানেই একটি বৌদ্ধ মঠে আধ্যাত্মিক জীবন শুরু করেন বরখা। সেদিনের সেই গ্ল্যামার গার্ল বরখা এখন বৌদ্ধ সন্ন্যাসিনী গিয়ালতেন স্যামসেন।