হলিউডের অ্যাকশন সিনেমার ইতিহাসে অসাধারণ দর্শকপ্রিয়তা পায় সিলভেস্টার স্ট্যালনের ‘র্যাম্বো’। শুধু হলিউডই নয়, সারা বিশ্বেই অ্যাকশনধর্মী সিনেমার মধ্যে জনপ্রিয়তম র্যাম্বো সিরিজের সিনেমাগুলো।
এবার বলিউডে নির্মিত হতে যাচ্ছে র্যাম্বো অবলম্বনে সিনেমা। যেখানে র্যাম্বোর চরিত্রের প্রথম পছন্দ বলে ভাবা হচ্ছে হৃত্বিক রোশানকে। হলিউডের এই জনপ্রিয় অ্যাকশন সিনেমা নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন ‘ব্যাঙ ব্যাঙ’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।
হৃত্বিক রোশানকে নেয়ার প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, র্যাম্বোর জন্য এখন পর্যন্ত সবার আগে হৃত্বিককেই মাথায় রেখেছি। তবে কিছুই এখনো চূড়ান্ত হয়নি। হৃত্বিক ছাড়া অন্য কাউকেও র্যাম্বো চরিত্রের জন্য নিয়ে নিতে পারি।
যদিও নির্মাতার ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, গত দু’বছর যাবৎ র্যাম্বো অবলম্বনে সিনেমার নির্মাণের চিন্তা ভাবনা করছেন সিদ্ধার্থ। এবং সেখানে হৃত্বিককেই রাখা হবে র্যাম্বো চরিত্রে। সব ঠিকঠাক, এখন কেবল কাজ শুরুর অপেক্ষা।
Prev Post