ঢাকা: এর আগেও দুই দুইবার জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনার কাইফের চুক্তিবদ্ধ সিনেমা ভাগিয়ে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বলিউডের ‘কিক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবারও তৃতীয় বারের মত নাকি সেই ক্যাটরিনাকে চূড়ান্ত করা নতুন ছবির জন্য চরিত্রটিই ভাগিয়ে নিলেন জ্যাকুলিন। এই হিসেবে বলিউডে সত্যিকার অর্থেই কী ক্যাটরিনার বড় শত্রু হয়ে উঠছেন জ্যাকুলিন![ads1]
ভারতীয় শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বলিউডলাইফ.কম জানিয়েছে, তৃতীয়বারের মত ক্যাটরিনা কাইফের বাড়া ভাতে ছাই দিলেন অভিনেত্রী জ্যাকুলিন! কারণ এর আগেও সালমান খানের বিপরীতে ‘কিক’ এবং রনবীর কাপুরের বিপরীতে ‘রয়’ নামের সিনেমায় অভিনয়ের কথা ছিল ক্যাটরিনার, কিন্তু শেষ পর্যন্ত জ্যাকুলিনের আবির্ভাবে সেই দুই ছবিতেই অভিনয় করেন জ্যাকুলিন। আর এবার তৃতীয়বারের মত ক্যাটরিনাকে হঠিয়ে তার চরিত্রে জায়গা করে নিলেন তিনি।
গুঞ্জন শোনা যাচ্ছে, সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন সিনেমা করতে যাচ্ছেন তরুণ নির্মাতা তরুণ মানসুখানি। নির্মাতার এই ছবিতে সালমান খানের বিপরীতে এতদিন পর্যন্ত নাকি মোটামুটি ঠিক করাই ছিল যে ক্যাটরিনাই অভিনয় করবেন। কিন্তু হঠাৎ করে সম্প্রতি শোনা যাচ্ছে, আসলে ক্যাটরিনা নয়, আবারও ‘কিক’ সিনেমার মত সালমান খানের বিপরীতে নতুন ছবিতে অভিনয় করছেন জ্যাকুলিন।[ads2]
গুঞ্জন শোনা যাচ্ছে, শুধু কিক, রয় কিংবা সালমান খানের প্রযোজনায় নতুন ছবিটিই নয়, বরং ঋত্বিক-ক্যাটরিনা অভিনীত জনপ্রিয় ‘ব্যাং ব্যাং’ ছবির সিক্যুয়ালেও ক্যাটরিনার পরিবর্তে অভিনয় করবেন জ্যাকুলিন! তাহলে কী বলিউডে ক্যাটরিনার বিপরীতে অঘোষিতভাবে প্রতিপক্ষ দাঁড়িয়ে গেল জ্যাকুলিন![ads1]