বলিউডে ধুমপানে আসক্ত যেসব নায়িকারা !

0

dhumpayeবলিউডে ধূমপান করতে দেখেছি আমরা বহু নায়িকাকে অভিনয়ের খাতিরে অনস্ক্রিন বহুবার। কিন্তু বেশ কিছু নায়িকা আছেন যারা পর্দায় নয়, বাস্তবেও ধূমপানে আসক্ত। তাদের কেউ কেউ আবার চেইন স্মোকারও। বহুবার ঘোষণা দিয়েও রিয়েল লাইফে স্মোকিং ছাড়তে পারেননি তারা। আসুন চিনে নিই বলিউডের এমনই কয়েকজন নামিদামি অভিনেত্রীকে যারা অফস্ক্রিনেও ধূমপান করেন।

রানী মুখার্জি : শুনে আশ্চর্য লাগলেও সত্যি কথা হলো রানীর দিন শুরু হয় সিগারেট দিয়ে! যদিও রানীর বাবা-মা মেয়ের এই স্মোকিংয়ের নেশা একদমই পছন্দ করেন না, কিন্তু বহুবার এই নেশা ছাড়ার চেষ্টা করেও রানী এখনো তাতে সফল হয়ে উঠতে পারেননি। এমনকি বহুবার নাকি রানীর সঙ্গে তার পরিবারের এ নিয়ে ঝগড়াও হয়েছে। কানাঘুষা আছে, চোপড়া পরিবারেও রানীর এই বদ অভ্যাস চলছে।

সুস্মিতা সেন : স্কুলজীবন থেকেই ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়েন বলিউড নায়িকা সুস্মিতা সেন। ছোটবেলায় বাবার ফেলে দেওয়া সিগারেটের টুকরা কৌতূহলবশত মুখে দেন। তার কথায় প্রথমে ধোঁয়ার কারণে বিরক্ত হলেও ধীরে ধীরে ধূমপানের প্রতি আকর্ষণ জন্মাতে থাকে তার। এরপর থেকেই স্কুলে টিফিন প্রিয়ডের সময় লুকিয়ে ধূমপান করতেন তিনি। টিফিনের টাকা দিয়েই কেনা হতো সিগারেট। সহপাঠীরা দেখে ফেললে শিক্ষকের মারের হাত থেকে রক্ষা পাননি।

বাসায়ও অভিযোগ গেছে। সেখানেও শাস্তি পেতে হয়েছে। তারপরও ধূমপান তাকে ছাড়েনি। অভিনয়ে আসার পর মাঝেমধ্যে সামাজিক ও দৈহিক ক্ষতির চিন্তা করে বহুবার ধূমপান ছাড়তে চাইলেও এখনো পারেননি তিনি। এই বিউটি কুইনকে বহুবার পাবলিক প্লেসে স্মোক করতে দেখা গেছে। তিনি সাফ জানিয়েও রেখেছেন, তিনি নিজেই এই লাইফস্টাইল বেছে নিয়েছেন এবং কারও বলাবলিতে তিনি ধূমপান ছাড়ছেন না।

কঙ্গনা রানাওয়াত : বলিউডের এই নতুন ‘কুইন’কে ‘ফ্যাশন’, ‘গ্যাংস্টার’ বা ‘তনু ওয়েডস মনু’র মতো বেশ কিছু ছবিতে অনস্ক্রিন বহুবার স্মোক করতে দেখা গেছে। রিয়েল লাইফেও কঙ্গনা কিন্তু একজন চেইন স্মোকার! এমনকি তিনি স্মোকিং ব্যানের বিরুদ্ধে রুখে পর্যন্ত দাঁড়িয়েছিলেন!

মনীষা কৈরালা : অনেকেই হয়তো জানেন না, এই অভিনেত্রী একজন চেইন স্মোকার, এমনকি বিয়ের সময়ও বন্ধুদের সঙ্গে সিগারেট খেতে দেখা গেছে তাকে! কিন্তু ক্যান্সার হওয়ার পর সব রকমের নেশা ত্যাগ করেছেন তিনি।

কঙ্কনা সেন শর্মা : অন্য ধরনের চরিত্র করার জন্য বিখ্যাত, তাই এই অভিনেত্রী যে একজন চেইন স্মোকার, তা শুনে অনেকেই হয়তো খুব একটা আশ্চর্য হবেন না। এই অভিনেত্রী একবার একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন, প্রেগনেন্সির সময়ও অনেকবারই প্রবলভাবে সিগারেট খাওয়ার ইচ্ছা হয়েছে তার। কিন্তু ডাক্তারের মানা শুনে বহু কষ্টে কন্ট্রোল করেন নিজেকে। তবে তার মা অর্পণা সেনও ভালোই স্মোক করেন। তাই বোধ হয় এই অভ্যাস তার জিনগতই বলা যায়!

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More