বিলাসবহুল ঘড়ি নির্মাতা ‘টিসো’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি। সম্প্রতি তিনি এই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এসময় সাংবাদিকরা তাকে পেয়ে প্রশ্ন করার সুযোগকে হাত ছাড়া করলেন না।
কারণ সদ্যই আনুশকা শর্মার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এ প্রথম সংবাদমাধ্যমের সামনে আসলেন কোহলি। তবে কোহলির চড়া মেজাজটা জানেন বলেই সাংবাদিকেরা আনুশকা নিয়ে একটি প্রশ্নও করলেন না। কিন্তু এমনভাবে প্রশ্ন করা হলো যার মধ্যেই ছিল কোহলির জন্য বিষ। তবে বিষয়টি ঠিকই বুঝে ফেললেন তিনি। আর সেভাবেই উত্তর দিলেন।
কোহলির কাছে জানতে চাওয়া হলো, ‘বলিউডের কোনো তারকাকে যদি ঘড়ি উপহার দিতে চান, তাহলে কোহলি কাকে দেবেন?’
জানিয়ে দিলেন, পুরস্কারটা বলিউডের কাউকেই দিতেন না, ‘আগে অবশ্যই আমার পরিবারের কাউকে দেব।‘
তিনি আরও বলেন, ‘আচ্ছা এই প্রশ্ন কেন করলেন বলুন তো? সম্পর্কটা কোথায়? তবে যাই হোক, হয়তো ক্রিকেট দলের কোনো সতীর্থকে দিতাম। দেখুন, এখানে আমরা যে জন্য এসেছি, সেটার মধ্যেই থাকুন। অন্য দিকে প্রসঙ্গ টেনে নিয়ে যাওয়ার দরকার কী?’
সংবাদকর্মীরাও দমবার পাত্র নন। তারা কোহলিকে পাল্টা বলেন, ‘সম্পর্কের ব্যাপারটা তিনি কিভাবে সামলান?’
জবাবে বেশ ঝাঁঝালভাবেই তিনি বলেন, `কার সঙ্গে সম্পর্ক? কোনো বিশেষ সম্পর্ক নাকি যে কেউ? দেখুন, আমি ব্যক্তিগত সম্পর্কের পরামর্শক নই। এটা আমাকে জিজ্ঞেস না করে বরং কোনো বিশেষজ্ঞকে করুন।‘
Prev Post
Next Post