বলিউডের এই প্রজন্মের শিল্পীরা দারুণ সাহসী। এটা পরিষ্কার বোঝা যায় তাদের সিনেমা দেখলেই। এমন একটা সময় ছিল যখন অন্তরঙ্গ দৃশ্য বলতে একে অন্যের হাত ধরা অথবা খুব বেশি হলে বুকে জড়িয়ে নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন দিন পাল্টে গেছে।
এ প্রজন্মের অভিনেত্রীরা হরহামেশাই বিকিনি পড়ছেন। খোলামেলা পোশাকে হাজির হচ্ছেন পর্দায়। আবার কেউ কেউ তো আরো এক ধাপ এগিয়ে। তারা অবলীলায় অভিনয় করছেন অন্তরঙ্গ দৃশ্যে। এটা তাদের কাছে যেন এখন দুধ-ভাত-এর মতই। সেক্ষেত্রে নায়ক-নায়িকার চুমু বিনিময়ের দৃশ্য নিয়মিত বিষয় হয়ে দাড়িয়েছে। আর এ ধরণের দৃশ্যে অভিনয় করে অভিনেতা ইমরান হাশমী পেয়েছেন সিরিয়াল কিসার-এর খেতাব। তিনি নিজেও রাজা নাটওয়ারলাল ছবিতে কাজ করার সময় নিজেকে চুমুর মাস্টার বলে দাবী করেন।
তার সঙ্গে প্রতিযোগীতা করার মতো কোনো পুরুষ অভিনেতা এখন পর্যন্ত না থাকলেও অনেক নায়িকাই কিন্তু তাকে পিছনে ফেলার হুমকি দিচ্ছেন নিয়মিত। আজ এমন কয়েকজন বলিউড অভিনেত্রীর কথা জানাচ্ছি যারা পর্দায় তাদের পুরুষ সহশিল্পীদের চুমু খেতে দারুণ পারদর্শি। আসুন তাহলে জেনে নিন সেই সব সিরিয়াল কিসার নায়িকাদের কথা।
কঙ্গনা রনৌত : কুইন কঙ্গনা রনৌত এর সবচেয়ে আলোচিত চুমুর দৃশ্যে অভিনয় করেছেন সিরিয়াল কিসার-এর সঙ্গে গ্যাংস্টার সিনেমায়। এর পর তাকে আর কখনই এতটা সাহসী হতে দেখা যায় নি। তবে তিনি নিয়মিত অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন। কঙ্গনা অভিনীত উল্লেখযোগ্য চুমুর দৃশ্যগুলো রয়েছে তার তথাকথিত প্রেমিক অধিয়ান সুমনের সঙ্গে রাজ টু সিনেমায়। এছাড়া তিনি শুটআউট অ্যাট ওয়াডালা ছবিতে জন আব্রাহামকে ও রিভালভার রানী ছবিতে বীর দাশের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন।
ক্যাটরিনা কাইফ : হৃতিকের ঠোঁটেই সবচেয়ে বেশিবার চুমু খেয়েছেন এই ইন্ডিয়ান বারবি। এই দুই শিল্পীকে অন্তরঙ্গভাবে দেখা গেছে জিন্দেগি না মেলে দোবারা ও জাব তাক হাই জোয়ানিতে। এছাড়া পর্দায় তিনি কিং খানের সঙ্গে ঘনিষ্ট হয়েছেন। আর সর্বশেষ তাকে চুমুর দৃশ্যে দেখা গেছে ধুম থ্রি ছবিতে আমির খানের বিপরীতে।
অনুষ্কা শর্মা : অনুষ্কা শর্মা যখন ব্যান্ড বাজা বারাত সিনেমায় চুমুর দৃশ্যে অভিনয় করেন তখন তিনি শুধু আলোড়নই তোলেননি সেই সঙ্গে গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছেন। তার ও রণবীর সিং-এর চুমুর দৃশ্য সর্বোচ্চ আলোড়ন তোলে টিনসেলে। তিনি বদমাশ দিল ছবিতে শহীদ কাপুরের ঠোঁটেও চুমু খেয়েছেন যা দর্শক উপভোগ করেছেন পর্দায়। এছাড়া ইমরান খানের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন মাতরু কি বিজলি কা মনডোলাতে।
বিদ্যা বালান : এমন একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করলেন যে তার নামই এখন ডার্টি অভিনেত্রী। তবে ডার্টি পিকচার ছবিতে অভিনয় করার আগে তিনি আশরাদ ওয়ার্সি র সঙ্গে চুমুর দৃশ্যে কাজ করেন ইশকিয়া সিনেমায়। এই ভার্সেটাইল অভিনেত্রী শুধু একজন ভালো শিল্পীই নন তিনি চুমুর দৃশ্যেও দারুণ পটু। তিনি আর. মধুবান, সাইফ আলী খান, আরশাদ ওয়ার্সি এবং ইমরাম হাশমিকে চুমু খেয়েছেন আলাদা আলাদা সিনেমায়। তবে এর পর কে সেই ভাগ্যবান যার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেবেন বিদ্যা তা এখনও অজানা।
আলিয়া ভাট : এটা নিসন্দেহে বলা যায় একুশ বছর বয়সি আলিয়া ভাট বলিউডে সবচেয়ে ভালো চুমু খেতে পারা নায়িকা। কি মানছেন না? তাহলে একবার স্মরণ করুণ টু স্টেট ছবিতে অর্জুন কাপুরকে তিনি কিভাবে চুমু খেয়েছিলেন। অভিষেকেই কোনো নায়িকা এমন সাহসি হতে পেরেছেন কিনা তা এখন গবেশণার বিষয়। আর এটাও ভুলে যাবেন না যে আলিয়া প্রথম ছবিতে যেমন সাহসি ছিলেন তেমনি পরের ছবিগুলোতে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি।
পরিনীতি চোপড়া : এই অভিনীতি তার অভিনীত সব ছবিতেই চুমুর দৃশ্যে কাজ করেছেন। তবে সবগুলোর মধ্যে তার সেরা চুমু ছিল সুশান্ত সিং রাজপূতকে দেওয়া চুমু। সেটি সত্যিই হট ছিল।
প্রিয়াংকা চোপড়া : আপনার চোখে বলিউডের সেরা আবেদনময়ি অভিনেত্রী কে? আপনি যার নামই মেনে মনে ভাবুন না কেন পরিসংখ্যান বলছে সেটা কিন্তু প্রিয়াংকা চোপড়া। এমনটাই বলে থাকে বি-টাউন। পিসিও যে অভিনয়ের পাশাপাশ চুমু খেতেও বেশ দক্ষ সেটার বোঝা যায় তার কামিনে এবং আনজানা আনজানি সিনেমা দুটি দেখলেই।