[ads1]মুসলমানদের সিয়াম সাধনা ও রহমতের মাস হচ্ছে পবিত্র রমজান মাস। পবিত্র এই মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, অনীল কাপুর, ঋষি কাপুরসহ অনেক বলিউড তারকাই তাদের টুইটার বার্তায় এই শুভেচ্ছা জানান।
রমজান মাস উপলক্ষে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন সবাইকে শুভেচ্ছা জানান। রমজান মাস যেন সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে সেই কামনা করেন বিগ বি নামে খ্যাত এই তারকা।
করণ জোহর তার টুইটারে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমার সমস্ত ভালবাসা ও শক্তি সবার জন্য।
প্রত্যেককে রমজানের শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য শান্তি ও মঙ্গল কামনা করেছেন বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া।[ads2]
অনীল কাপুর এক টুইটে রমজান মাস কে আল্লাহ তায়ালার এক রহমত উল্লেখ করে সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সকলের জন্যশান্তি ও সমৃদ্ধি কামনা করেন এই খ্যাতিমান তারকা।
বলিউডের আরেক জনপ্রিয় তারকা রিতেশ দেশমুখ তার সকল বন্ধুদের রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া, ঋষি কাপুর, জাভেদ জাফরি, বিপাশা বসুসহ আরও অনেক বলিউড তারাকা তাদের টুইটারে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছন।[ads1]