বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ও ছায়াছবি পরিচালক গন খোলামেলা নাইকাদের পছন্দ করেন বেশি। হয়তো কথাটি কেমন কেমন, কিন্তু কথাটি আসলেই বাস্তব। যে মেয়ে নিজেকে উজাড় করে পরিচালকের কাছে আসতে পারে সেই নাইকা হয়ে উঠে। অনেক মেয়ে আছে যারা সব কিছুর বদলে ক্যারিয়ার চায়, তাদের জন্যই এই অবস্থা বলে মনে করেন অনেকে। তবে নতুন মডেলরা সম্পূর্ণ অস্বীকারের সাথে জানান যে, অসৎ প্রবন পরিচালকদের জন্য এমন অবস্থ্যা। উল্লেখিত কিছু নাইকা ও আইটেম গার্লের কথাও তুলে ধরেন তারা। যে নাইকারা নিজের শরীর বিক্রি করে নিজেকে সফলতার দিকে নেয়। এর মধ্যে নাইকা ও মডেল নায়লা নাইম ও রেশমি এলনের কথা তুলে ধরেন, যাদের অনেক নগ্ন ও অর্ধ নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে আছে।