হালিম আহম্মেদ এর পরিচালনায় একটি হিপ হপ মিউজিক ভিডিওতে দেখা যাবে আবেদনময়ী আইটেম কণ্যা জ্যাকুলিন মিথিলাকে ।গত ৩০শে অক্টোবর ল্যাম্প পোস্ট এর ব্যানারে গানটিরশুটিং শুরু হয় । কণ্ঠশিল্পী সাইফ ও মিল্টনের কণ্ঠে গাওয়া “জাদুর শহর” শিরোনামের গানটিতে জ্যাকুলিন মিথিলা ছাড়াও আরো রয়েছেন আর্নিল হাসান রাব্বি ,বর্ষা আলিভা , মিম , দিয়া , সাইফ , মিল্টন প্রমুখ। গানটির চিত্রগ্রহন করেছেন সোহেল রানা ও অনিক। নারায়নগঞ্জ এর বিভিন্ন লোকেশনে গানটির শুটিংহয়েছে ।আগামী ৩০শে নভেম্বর ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে গানটি রিলিজ করা হবে বলে জানান গানটির মডেল আর্নিল হাসান রাব্বি ।