শাহ আলম মণ্ডলের আপন মানুষ ছবিতে কাজ করতে যাচ্ছে বাপ্পি চৌধুরী ও পরিমনি। কাজ শুরু না হতেই শুরু হয়েছে প্রচারণা। আপন মানুষ নামের ছবিটি কারবে দর্শকদের অবাধ ভালোবাসা এমনি আসা করেন পরিমনি। দেখুন বাপ্পি চৌধুরী ও পরিমনির সেলফি ভিডিওতেঃ ভিডিও
বাপ্পি চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসঃ
আজ থেকে শুরু করলাম শাহ্ আলম মন্ডল পরিচালত মুভি “আপন মানুষ” এর কাজ।সম্পুন্ নতুন ধাচের একটি কাহিনী নিয়ে রচিত “আপন মানুষ”এর গল্প। এ মুভিতে আমার কো- আটিস্ট হিসাবে কাজ করছে পরিমনি।এ মুভির মাধ্যমে দর্শক ২য় বারের মতো পরিমনির সাথে আমাকে দেখতে পাবে।।এ মুভির মাধ্যমে দর্শকবৃন্দরা এক নতুন বাপ্পি চৌধুরীকে দেখতে পাবে বলে আমি আশা করছি।”আপন মানুষ টিমের সবাই নিজের সেরাটা উপহার দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।