বর্তমান সময়ে ভারতের চলচ্চিত্র জগতের আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম বাহুবলি সিনেমা। ভারতে এ পর্যন্ত যতগুলো সিনেমা নির্মিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হচ্ছে, বাহুবলি। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির এই সিনেমাটি ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
ভিএফএক্স প্রযুক্তির চোখ ধাধানো এই সিনেমাটি গত ১০ জুলাই ভারতে মুক্তির পরপরই বক্স অফিসে সাফল্যের নানা রেকর্ড গড়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রবাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী সহ অনেকে।
জানা গেছে, সিনেমাটির ভিএফএক্স প্রযুক্তির পেছনে ৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে। ১৭টি ভিএফএক্স স্টুডিওতে সিনেমাটির কাজ করা হয়েছে।
ভিএফএক্স প্রযুক্তির সাহায্যে কীভাবে সিনেমাটির অবিশ্বাস্য সব চোখ ধাধানো দৃশ্য তৈরি করা হয়েছে, তারই একটি ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে কীভাবে লেয়ারের পর লেয়ার তুলে ফুটিয়ে তোলা হয়েছে জলপ্রপাত। কীভাবে বানানো হয়েছে রাজবাড়ি। অবন্তিকার ওড়না ওড়া, নীল প্রজাপতি, সেগুলোও যে ভিএফএক্স-এরই কারুকাজ তাও দেখানো হয়েছে ভিডিওয়।