শহরে মধ্যবিত্তরা মাথা গোঁজার ঠাই পায় ভাড়া বাড়িতে। কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ির মালিক আর ভাড়াটিয়াদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। কখনো পানি বন্ধ করে, আবার কখনো গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের বাসা ছাড়তে বাধ্য করে। এই চিত্র হরহামেশাই দেখা যায় শহুরে জীবনে।
এমন ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটক ‘গৃহযুদ্ধ’। লাভলী মুখার্জীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিএম সৈকত। গৃহযুদ্ধ নাটকটিতে বাড়িওয়ালা চরিত্রে মীর সাব্বির ও ভাড়াটিয়ার চরিত্রে অভিনয় করেছেন হাসিন রওশন। যারা ঝগড়া করতে করতে একপর্যায়ে প্রেমে জড়িয়ে বিয়ে করে ফেলেন!
নাটকটি প্রসঙ্গে হাসিন বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে, মীর সাব্বির ভাইয়ের বাসায় আমার পরিবার ভাড়া থাকে। কিন্তু সাব্বির ভাই চান না আমরা তার বাসায় ভাড়া থাকি। সেজন্য তার সাথে আমার প্রায় সবসময় ঝগড়া লেগে থাকে। একসময় ঝগড়া থেকেই দু’জনের মধ্যে প্রেম হয়। এরপর নাটকের গল্পের মোড় নেয় অন্য বাঁকে।’
হাসিন আরো বলেন, ‘একেবারেই ভিন্ন একটি চরিত্রে কাজ করেছি তবে গল্পটি শহুরে জীবনের অনেক পরিচিত। আশা করি নাটকটি সবার কাছে ভালো লাগবে।’
এটিএন বাংলায় শুক্রবার রাত ১১টায় প্রচারিত হবে ‘গৃহযুদ্ধ’ নাটকটি এমনটাই জানিয়েছেন নির্মাতা জিএম সৈকত।