শানদার সিনেমায় বিকিনি দৃশ্যে অভিনয়ের জন্য নাকি খুব পরিশ্রম করেছেন আলিয়া ভাট। আলিয়া বলেছেন, বিকিনি দৃশ্যে নিজেকে ঠিকমত তুলে ধরার জন্য তিনি আলাদা ট্রেনিং করেন। ঠিক কতটা পরিশ্রম?জবাবটা মহেশ ভাট কন্যা আলিয়া নিজেই দিয়েছেন। হাসতে হাসতে বলিউডের রাধা গার্ল বলেছেন, একেবারে পায়ের ঘাম মাথায় ফেলতে হয়েছে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর এই ছবি দ্বিতীয় বার বিকিনিতে দেখা যাবে আলিয়াকে।
আগামিকাল শাহিদ-আলিয়ার ছবি শানদারের ট্রেলর আত্মপ্রকাশ হয়। ধর্মা প্রোডাকশনস ও ফ্যান্টম ফিল্মস প্রযোজিত ছবি শানদার দুটি কারণে শাহিদের কাছে স্পেশাল। এক, বিয়ের পর এটাই শাহিদের প্রথম ছবি। দুই, এই প্রথম বাবা পঙ্কজ কপূরের সঙ্গে একই ছবিতে কাজ করছেন শাহিদ। ছবির পোস্টারে শাহিদ-আলিয়ার কেমিস্ট্রি মনে ধরেছে দর্শকদের। হায়দরের সাফল্যের পর শাহিদের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। কাজেই শাহিদের কেরিয়ারের সেরা সময়েই মুক্তি পাচ্ছে শানদার।
এই ছবিতে ওয়েডিং প্ল্যানার জগজিন্দর যোগিন্দরের ভূমিকায় অভিনয় করছেন শাহিদ। ছবিতে আলিয়ার চরিত্রের নামও আলিয়া। পঙ্কজ কপূর রয়েছেন আলিয়ার বাবার ভূমিকায়। ভারতে ডেস্টিনেশন ওয়েডিং থিমের প্রচার করবে এই ছবি। কুইন ছবির পরিচালক বিকাশ বহেল পরিচালনা করেছেন শানদার।