নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য তো কত কিছুই করি আমরা প্রতিদিন। আয়নার সামনে দাঁড়িয়ে আফসোস করে বলেননি ‘ইস! আমি যদি অমুক নায়িকার মত সুন্দর হতাম!’- এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। যদিও নায়িকারা অনেক মেকআপ করেই পর্দায় আসেন, তারপরও কিছু নায়িকা আছেন যারা বাস্তবেই অপ্সরা। তাদের সৌন্দর্য সকলেরই নজর কাড়ে। কীভাবে তারা থাকেন এতটা সুন্দর? কীভাবে বয়স হয়ে যাবার পরেও থাকেন চির তরুণ? আর কীভাবেই বা বজায় রাখেন এমন দারুণ ফিগার? আজ আমরা এলাম বলিউডের ৫ জন নায়িকার নজরকাড়া সৌন্দর্যের রহস্য নিয়। জেনে নিন মাধুরী দীক্ষিত, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অসাধারণ রূপের গোপন রহস্য!
ঐশ্বরিয়া রায় বচ্চন
বলা হয় বলিউডের ঐশ্বর্য ঐশ্বরিয়া। কথাটি আসলেই সত্য। এই বিশ্ব সুন্দরীকে এখন পর্যন্ত সেরা রূপসী হিসেবেই সকলের কাছে পরিচিত। আসুন জেনে নেই তার সৌন্দর্যের মূলের টিপসগুলো।
- – সকল ধরণের জাংক ফুড, ফাস্ট ফুড থেকে দূরে থাকতে পছন্দ করেন ঐশ্বরিয়া।
- – প্রচুর পরিমাণে পানি, ফলমূল এবং শাকসবজি রাখেন খাবার তালিকায়।
- – অনেক বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেও তিনি এইসকল কেমিক্যাল প্রোডাক্ট একেবারেই ব্যবহার করেন না। বরং তিনি ব্যবহার করেন ঘরে তৈরি হারবাল বিউটি প্রোডাক্ট।
- – তিনি ত্বকের জন্য ব্যবহার করেন বেসন, দুধ এবং হলুদের তৈরি ফেইস মাস্ক। এছাড়া ত্বকের ময়েসচারাইজারের জন্য ব্যবহার করেন দই এবং শসার রসের ফেইস প্যাক।
মাধুরী দীক্ষিত নেনে
৪৫ বছর পেরিয়ে যাবার পরও এই বলিউডের নায়িকার রূপলাবণ্য এতোটুকু কমেনি বরং বেড়েছেই বলতে গেলে। কিন্তু কিভাবে? চলুন জেনে নিই তার বিউটি টিপস
- – মাধুরী দীক্ষিত নিয়মিত নাচেন। এই কাজটি তার দেহকে ভেতর থেকে মজবুত এবং সুন্দর করে তোলে। মুল কথা হলো এতে শারীরিক পরিশ্রম হয় যা দেহের ভেতরের টক্সিন বের করতে সাহায্য করে।
- – ত্বকে নিয়মিত ময়েসচারাইজার লাগান তিনি এবং মেকআপ অনেক কম ব্যবহার করেন।
- – ত্বকের মেকআপ তোলার ক্ষেত্রে তিনি বেশ সচেতন। রাতে ঘুমুতে যাবার আগে ত্বকের নেন বিশেষ যত্ন।
দীপিকা পাড়ুকোন
বর্তমানের বলিউডের নায়িকাদের মধ্যে সব চাইতে উজ্জ্বল তারকা হিসেবে সবার প্রথম যে নাম আসে তিনি হলেন দীপিকা পাড়ুকোন। আসুন জেনে নেই এই সুন্দরীর সৌন্দর্যের রহস্যগুলো।
- – দীপিকা পাড়ুকোন দিনের বেলায় ময়েসচারাইজার এবং উচ্চ এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন লাগিয়ে রাখেন ত্বকে।
- – রাতের বেলায় ঘরে ফিরে ত্বকের সকল মেকআপ ভালো করে তুলে ফেলে ব্যবহার করেন হাইড্রেটিং ক্রিম।
- – এছাড়া তিনি চুলের সুরক্ষায় নিয়মিত চুলে ম্যাসাজ করেন বিশুদ্ধ নারকেল তেল।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা ত্বকের ব্যাপারে সব সময় অনেক সচেতন থাকেন। তাকে বেশীরভাগ সময় ন্যাচারাল লুকেই দেখা যায়।
- – মেক আপ করার আগে একটি পাতলা কাপড়ে একটি বরফের টুকরা মুড়িয়ে নিয়ে সারা মুখে ম্যাসেজ করেন।
- – ব্রণ এবং গায়ের রং ঠিক রাখতে কোন ধরণের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে তিনি বিউটি অয়েল, খনিজ মাটির প্যাক ব্যবহার করেন এই অভিনেত্রী।
- – ক্যাটরিনা কাইফ দিনের বেলায় সব সময় ময়েসচারাইজার এবং উচ্চ এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন লাগিয়ে রাখেন ত্বকে।
প্রিয়াঙ্কা চোপড়া
নাচ, গান, অভিনয় সকল গুনে গুণান্বিত এই বিশ্ব সুন্দরী ত্বকের যত্নে বেশ সচেতন। তিনি নিজের প্রতি অনেক বেশি সন্তুষ্ট এই ব্যাপারে। চলুন দেখে নেয়া যাক তার সৌন্দর্যের মূলের টিপসগুলো।
–
- প্রিয়াঙ্কা চোপড়া ত্বকের কোমলতা এবং উজ্জলতা ধরে রাখতে ব্যবহার করেন গরম তেলের ম্যাসাজ। দিন শেষে বাসায় ফিরে মেকআপ তোলার পর তিনি গরম তেলের ম্যাসাজ করেন ত্বকে।
- – প্রিয়াঙ্কা চোপড়া তার নজরকাড়া সুন্দর ঠোঁটের সুরক্ষায় ব্যবহার করেন মিল্ক ক্রিম।