সময় এসে গেছে আরও একবার ঘণ্টা খানেকের জন্য কাউচ পটেটো হয়ে বসে থাকার। আরও একবার ভারতীয় টেলিভিশন চ্যানেলে জনপ্রিয়তম টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস-এর নয়া এপিসোড কড়া নাড়ছে দরজায়। শুরু হয়ে গেছে জল্পনা। ইতিমধ্যেই বিগ বসের নবম এডিশন নিয়ে লেখা হয়ে গেছে বেশ কয়েক পাতা। সলমন কি হোস্ট থাকছেন? কনটেসটেন্ট লিস্টিতেই বা আছেন কারা কারা? প্রাথমিক এই প্রশ্নগুলোর উত্তর এখন সব্বার জানা।
এই মুহূর্তে জল্পনার নয়া রসদ পেয়ে গেছেন রিয়েলিটি শো প্রেমী আম জনতা। এবারের বিগ বসে সল্লু ভাইয়ের কো-হোস্ট কি হবেন অক্ষয় কুমার। স্পেকুলেশন কিন্তু তুঙ্গে। Bollywood Life.com-এর রিপোর্ট অনুযায়ী ‘ডবল-ট্রাবল’ সিজিনে সলমনের সঙ্গী হতে আসছে আক্কিও!
যদিও এখনও এই বিষয়ে নিশ্চিত কোনও খবর মেলেনি। বিগ বস নির্মাতা বা স্বয়ং আক্কি, সাড়া শব্দ মিলছে না কোনও তরফেই। কিন্তু দর্শকদের আশা! তা কবে আর কোন সীমানার মুখাপেক্ষী ছিল। অতএব লাগাম হীন জল্পনার এখন জোর দৌড়।
‘ডবল-ট্রবল’ সারপ্রাইজের প্রতীক্ষায় দিন গোনা।