বাংলা চলচ্চিত্রকে বিদায় জানালেন রাজ্জাক ।নায়করাজ রাজ্জাক নতুন আর কোনো চলচ্চিত্রে অভিনয় করবেন না।
বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি এ অভিনেতা সম্প্রতি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর এ কারণেই ডাক্তারের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই পারিবারিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে নায়ক রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী বলেন, ‘সাম্প্রতিক সময়ে তিনি বেশ কয়েকাবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডাক্তারও বলেছেন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে। সিনেমায় অভিনয় না করার বিষয়টি তাকে আমরা পরিবারেই সবাই মিলে বুঝিয়ে বলেছি। তবে তিনি এখন আগের চেয়ে শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এছাড়া মাঝে মাঝে শারীরিক চেকআপের জন্যে হাসপাতালে যান।’
নায়করাজ ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। স্কুলে মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে তার যাত্রা শুরু। এরপর ১৯৬৪ সালে বাংলাদেশে পাড়ি জমানোর পর বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন। যদিও তার টান ছিল চলচ্চিত্রের দিকে। ‘১৩ নম্বর ফেকু ওস্তাগর লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে রূপায়নের মধ্য দিয়ে নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দেন।
এরপর ‘ডাক বাবু’, ‘কার বউ’সহ কয়েকটি চলচ্চিত্রের পর জহির রায়হানের বেহুলায় নায়ক হিসেবে অভিনয় তাকে ঢাকাই চলচ্চিত্রে ভিত তৈরি করে দেয়।