তাঁরা বিদেশিনী, পাড়ি জমিয়েছেন বলিউডে। শরীরি জাদুতে ঝড় তুলেছেন সিনেপর্দায়। চোখ রাখব এমন কয়েকটি দৃশ্যে যেখানে সাহসী দৃশ্যে ক্যামেরা বন্দি হয়েছেন তাঁরা। ইন্টারনেট ঘেটে সেসব তুলে আনা হয়েছে টক্কিজবিডি ডটকম পাঠকদের জন্য-
বীনা মল্লিক: পাকিস্তানি বিউটি বীনা মল্লিক। বিগ বস-এর ঘর থেকে শুরু হয় বীনার বলিউড যাত্রা। টিভির ছোটপর্দা থেকে বীনার অভিষেক হয় বড়পর্দায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হেমন্ত মধুকরের ছবি ‘মুম্বই ১২৩ কেএম’ এ বীনার আবেদনে তুফান ওঠে বলিপর্দায়।
ফ্রিডা পিন্টো: জন্মসূত্রে ভারতীয় প্রবাসী এই নায়িকার শরীরি জাদুতে মাত সিনেপ্রেমীরা। ড্যানিয়েল বয়েলের অস্কার জয়ী ছবি ‘স্মালডগ মিলেনিয়র’ সিনেমায় বলিউডে অভিষেক হয় এই তারকার। ‘তৃষ্ণা’ ছবিতে ফ্রিডার ইরোটিকায় মেতেছিল সিনেপ্রেমীরা।
সানি লিওন: পূজা ভাটের হাত ধরে ‘জিসম টু’ ছবিতে বলিউডে প্রবেশ সানি লিওনির। প্রথম ছবিতেই সাহসী দৃশ্যে অভিনয় করেছেন লিওনি আর এই ধারা এখনও জারি। বক্স অফিস হিট করতে প্রযোজক থেকে পরিচালকের কাছে এখন তুরুপের তাস লিওনি।