গত ২৫ এপ্রিল নেপালে সংঘঠিত হয় শক্তিশালী ভূমিকম্প। এ ভূমিকম্পে এ যাবৎ প্রাণ হারায় প্রায় ৪ হাজার মানুষ। প্রাকৃতিক এ বিপর্যয় মোকাবেলায় পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে এসেছে নেপালের পাশে। তাদের মতো পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারাও।
অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাহরুখ খান, করণ জোহর, আলিয়া ভাট সহ আরো অনেকেই তাদের ফ্যান ফলোয়ার বন্ধুদের কাছে আবেদন জানিয়েছেন আর্থিক সাহায্যের জন্য। ‘জয়েন্ট হ্যান্ড ফর নেপাল’ শিরোনামে অনলাইনে ত্রাণ গ্রহণের ব্যবস্থা করেছেন এ তারকারা।