প্রেম করেছেন। অথচ বিরাটকে বিয়ে করতে নারাজ আনুষ্কা শর্মা! বি-টাউনের অন্দরে কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। অনেকেই বলছেন, খবরটা ঠিক। আর সে কারণেই বিরাট-অনুষ্কার বিচ্ছেদের জল্পনা আরও গভীর হচ্ছে বলে ধারণা বলি মহলের একাংশের।
এ ব্যাপারে অনুষ্কার এক ঘনিষ্ঠ সূত্রের মারফতে জানা গিয়েছে, বিরাট অনুষ্কাকে এ বছরই বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তাতে বেঁকে বসেন নায়িকা। আপাতত তিনি কেরিয়ার নিয়ে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়ে বিয়ে করলে তাঁর কেরিয়ারের জন্য বাধা হতে পারে বলে মনে করেন নায়িকা। সে কারণেই আগামী বছর অর্থাৎ ২০১৭-তে বিয়ে করতে চান তিনি।
ঠিক এই বিষয় নিয়েই মনোমালিন্য হয় এই হবু দম্পতির। এ ছাড়াও যান্ত্রিক সমস্যার কারণে বিরাটের ইনস্টাগ্রাম থেকেও বাদ পড়েন অনুষ্কা। সব মিলিয়ে বলি সেলেবদের বিচ্ছেদ তালিকায় আরও একটা নাম যোগ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না ইন্ডাস্ট্রি।