বিশ্ব কাঁপানো ১০ সুন্দরী !

0

10 Beautyচলতি বছরের সেরা সুন্দরী কারা জানেন? সুন্দরের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম৷ তাই তালিকা তৈরি একটু কঠিন৷ আমরা এখানে যে সুন্দরীদের কথা বলছি, তাদের নেয়া হয়েছে অনলাইন রেটিং ওয়েবসাইট ‘আইএমডিবি’-র তালিকা থেকে৷

Sailinসেইলিন উডলি

মার্কিন অভিনেত্রী সেইলিন উডলি আছেন তালিকার এক নম্বরে৷ ২৪ বছর বয়সি এই সুন্দরীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি৷ তিনি ‘ডি বেস্টিমুং – ডাইভারজেন্ট’ ছবিতে অভিনয় করে আলোড়ন তুলেছেন৷

জেনেফার লোপেজ

মার্কিন অভিনেত্রী জেনেফার লোপেজকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ তাঁর কদর অনেক৷ ‘আইএমডিবি’ তাঁকে উল্লেখ করেছে ‘আউট অফ সাইট’ এর অভিনেত্রী হিসেবে৷ লোপেজের বয়স এখন ৪৬ বছর৷

দীপিকা পাডুকোন

বলিউড তারকা দীপিকা পাডুকোনের জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে৷ তাঁর অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি ব্যাপক সাড়া জাগায়৷

ক্যান্ডিস সোয়ানপয়েল

মডেল হিসেবে জগৎ জোড়া খ্যাতি তাঁর৷ ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো’র এক পরিচিত মুখ তিনি৷

এমা ওয়াটসন

তাঁকে চেনেন না এমন কেউ কি আছেন? একবার গোপনে ঢাকা ঘুরেও এসেছেন তিনি৷

গাল গেডোট

ইসরায়েলি অভিনেত্রী এবং মডেল গাল গেডোট রয়েছেন তালিকার ছয় নম্বরে৷ ২০০৪ সালে ‘মিস ইসরায়েল’ খেতাবজয়ী এই সুন্দরী আলোচনায় এসেছেন ‘ফাস্ট এন্ড ফিউরাস ৬’ ছবিতে অভিনয়ের মাধ্যমে৷

টেইলর সুইফট

সঙ্গীত তারকা টেইলর সুইফট এখন গোটা বিশ্ব মাতাচ্ছেন তাঁর গান দিয়ে৷ ২০১০ সালে মাত্র ২০ বছর বয়সে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জয় করে রেকর্ড গড়েছিলেন তিনি৷

কেট আপটন

মডেল হিসেবে পরিচিত মুখ কেট আপটন৷ সম্প্রতি ‘গেমস অফ ওয়ার’ এর প্রচারণায় দেখা গেছে তাঁকে৷

প্রিয়াঙ্কা চোপড়া

বাংলাদেশ, ভারতে এমন কাউকে পাওয়া যাবে কিনা সন্দেহ যিনি প্রিয়াঙ্কা চোপড়াকে চেনেন না৷ বলিউড এই তারকার নজর এখন পশ্চিমের দিকে৷ সংগীত শিল্পী হিসেবে ইতোমধ্যে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন যুক্তরাষ্ট্রে৷

শাকিরা

লাতিন পপ সংগীত শিল্পী শাকিরা এখনও সমান জনপ্রিয়৷ ‘আইএমডিবি’র তালিকায় দশ নম্বরে আছেন তিনি৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More