সাদিয়া আফরিন নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ফ্রেন্ড সার্কেল চলচিত্র প্রযোজিত , মিজানুর রহমান মিজান পরিচালিত, রনি লিভারের একটি নতুন ছবি ” সে মন বুঝে না ” চলচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। সাদিয়া আফরিন আইটেম গানের মাধ্যমে বাংলাদেশ চলচিত্রে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
বাংলাদেশের জনপ্রিয় চিএ নায়িকা ও আইটেম গান এর সাদিয়া আফরিন ঢালিউডে বর্তমানে বেশ কিছু ছবিতে অভিনয় প্রদান নায়িকা চরিত্রে কাজ করছেন । আগামী কয়েক দিন পর শুটিং শুরু হবে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘সে মন বুঝে না’ এম কে জামান মাষ্টার পরিচালিত ‘বিষাক্ত ইয়াবা’ দুটি সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সাদিয়া আফরিন এর মধ্যে বিষাক্ত ইয়াবতে সাদিয়ার বিপরীতে থাকবেন শাহরিয়াজ ও সে মন বুঝেনাতে এরফান খান্।
২০১৩ সালে বদিউল আলম খোকন পরিচালিত ডেয়ারিং লাভার ছবিতে আইটেম গান দিয়ে সিনেমায় যাত্রা শুরু ।
এ পর্যন্ত আইটেম গান সহ বেস কিছু ছবির প্রদান নায়িকা চরিত্রে সিনেমায় কাজ করছেন সাদিয়া আফরিন।