ঢাকা: অনেকদিন ধরেই অভিনয়ের বাইরে আছেন ‘গজনি’ তারকা অভিনেত্রী অসিন। তিন বছর পর ‘অল ইজ ওয়েল’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। তবে এটিই নাকি তার জীবনে অভিনয় করা শেষ ছবি হতে যাচ্ছে, এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়! আর অভিনয় নয়, এবার সংসার করবেন অসিন!
দীর্ঘ তিন বছর পর উমেশ শুক্লার ‘অল ইজ ওয়েল’–এর মধ্য দিয়ে ছবির জগতে ফিরেছেন অভিনেত্রী অসিন। আসছে ২১ আগস্ট ছবিটি ভারতে মুক্তিও পেতে যাচ্ছে; অথচ এটিই নাকি হতে যাচ্ছে অসিনের শেষ ছবি। তাহলে সত্যিই কি অভিনয়কে বিদায় বলছেন অসিন?
জানা গেছে, সংসার গড়ার স্বপ্নে বিভোর অসিন। শীঘ্রই বিয়ে করারও পরিকল্পনা করছেন তিনি। আর এই কারণেই অভিনয় জগৎ থেকে দূরে থাকতে চাইছেন। এ সম্পর্কে অসিনের নিকটাত্বীয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত খবরে বলা হয়, তিন বছর পর ‘অল ইজ ওয়েল’ অসিনের প্রথম ছবি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকায় ছবি থেকে দূরে থাকতে চাইছেন অসিন। দিল্লীর ব্যবসায়ি রাহুল শর্মাকে মনে প্রাণে ভালোবাসেন অসিন, আর তাকেই বিয়ে করে অভিনয়কে বিদায় জানাতে চান এই তারকা অভিনেত্রী।
উল্লেখ্য, তেলেগু ও তামিল ভাষার জনপ্রিয় এই অভিনেত্রী আমির খানের বিপরীতে ‘গজিনি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান। এরপর একাধিক বলিউডে ছবিতে অভিনয় করেন তিনি। এখন দেখার বিষয়, সত্যিই বিয়ে করে অভিনয়কে অশিন বিদায় জানান কি না?