‘দ্য রয়্যাল জার্নি বিগিনস্…’বিয়ের পর প্রথম ছবি শেয়ার করে টুইটারে ঠিক এটাই লিখলেন শ্রাবন্তী।[ads1]
প্রথম এনগেজমেন্ট। তার পর ধুমধাম করে বিয়েটাও সেরে ফেললেন শ্রাবন্তী। তাঁর জীবনসঙ্গী হলেন সুপারমডেল কৃষ্ণ ভিরাজ। এই মেগা বিয়েতে হাজির ছিল গোটা টলিউড।-আনন্দবাজার।
এক বছরের রিলেশনশিপের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বইতে তাঁদের প্রথম আলাপ। তার পর তা প্রেমের চেহারা নিতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটু করিয়েছেন নায়িকা।
কাজের জন্য দু’জনে দুই শহরের বাসিন্দা। বিয়ের পর কি শ্রাবন্তী পাড়ি জমাবেন মুম্বইতে? সে উত্তর দেবে ভবিষ্যত। আপাতত ছুটিতে যাচ্ছেন শ্রাবন্তী-কৃষ্ণ। তবে কোথায় তা নিয়ে মুখ খোলেননি কেউই।[ads2]