বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিন্দু। হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে আজ শুক্রবার রাত দশটায় একেবারে ঘরোয়া পরিবেশে বিন্দুর আকদ সম্পন্ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিন্দুর হবু বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার।
বিন্দু জানান, বলতে পারেন একটা ঘোরের মধ্যে আছি। পারিবারিকভাবে আমাদের বিয়ের কাজটি হতে যাচ্ছে।
আপাতত আকদ অনুষ্ঠান সম্পন্ন হলেও খুব শিগগিরই সুবিধাজনক একটি সময়ে বিন্দু তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান।
বিন্দু ভক্তদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে, এখন থেকে কোনো ধরনের অভিনয় অংশ নেবেন না তিনি। এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না বলেও জানান বিন্দু।