ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি তার মনে বাসনা জেগেছে বিয়ের পিঁড়িতে বসার। সবার বিয়ে দেখেই নাকি নিজের ইচ্ছে করছে বিয়ের পিঁড়িতে বসতে।
কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার বয়স। তিনি নিজেকে বড় মনে করলেও তার মা মনে করছেন- তিনি এখনো বাচ্চা মেয়ে। এ নিয়ে কিছুটা হতাশ এ অভিনেত্রী।
মিষ্টি জান্নাত তার ফেসবুক পেজে এসব কথা লেখেন। মিষ্টি লেখেন, ‘সবার বিয়ে দেখে বিয়ে করতে মন চায়…কিন্তু আমিতো নিজেই বাচ্চা আম্মু বলছে….!!!!!!!’
অভিনয় গুণে বেশ আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালের মাঝা মাঝিতে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি।
এরপর চিনি বিবি শিরোনামের আরও একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সম্প্রতি ভালোবাসার রাজকন্যা , ভালোবেসে ছুঁয়ে দিলাম শিরোনামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি।