ঢাকা: সপ্তাহখানেক আগে ঘরোয়াভাবে মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়ার সঙ্গে নির্মাতা রাফসান আহসানের আংটিবদল হয়।আগামীকাল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। কিন্তু রাফসানের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুই বছর ধরে তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহে তাঁকে তিনবার হাসপাতালে নিতে হয় চিকিৎসার জন্য। ঠিক কবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে এখনো তা জানা যায়নি।
স্পর্শীয়া জানালেন, ‘সব আয়োজন-দাওয়াত হয়ে গেছে। দুই পরিবারের অনেকেই বলেছেন আকদ হয়ে যাক। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আন্টির এই অবস্থায় আমি কোনও ভাবেই আকদে আগ্রহী নই। কারণ এই সময়ে আকদ অনুষ্ঠানের চেয়ে হাসপাতালে আন্টির পাশে থাকাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে।’
বিয়ে তো স্থগিত। প্রেম চলবে? রক্তিম হেসে স্পর্শীয়া জানালেন, ‘প্রেম চলবে’।
উল্লেখ্য, রাফসানের সঙ্গে তার পরিচয় পহেলা বৈশাখে। রাফসানই প্রথম স্পর্শিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। পরে বিষয়টা পরিবারকে জানানো হয়। পরিবারের সম্মতিতেই দুজনের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
ঈদে নাজনীন হাসান চুমকির পরিচালনায় প্রেম-প্রীতি’ ওয়াহিদ আনাম পরিচালিত টেলিফিল্ম ‘চক্র’, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘যইতরী’ নাটকে দেখা যাবে তাকে।