ঢাকা: সঙ্গীতশিল্পী বেবী নাজনীনকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করেছিল পুলিশ। এরপর তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া তাকে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক জানান, থানায় নিয়ে আসার কিছুক্ষণ পরই নিজের গাড়িতে বাসায় পাঠিয়ে দেওয়া হয় বেবী নাজনীনকে।
রোববার রাত সাতটা ৫৫ মিনিটে গুলশানের খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। বেবী নাজনীনকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
রাত সাড়ে ৭টার দিকে বেবী নাজনীন গুলশান অফিসে আসেন। পুলিশ তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়।তখন বেবী নাজনীন বলেন, “আমি বিদেশে ছিলাম। তাই মা’র (খালেদা জিয়া)সঙ্গে দেখা করতে পারিনি। আমি তার জন্য স্যুপ নিয়ে এসেছি। আমি তাকে স্যুপ খাইয়ে চলে যাব। আমাকে ভেতরে যেতে দিন।”
কিন্তু পুলিশ তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি। তখন বেবী নাজনীন অফিসের গেইটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর একটি গাড়িতে করে গুলশান থানার মহিলা পুলিশরা সেখানে আসেন। তারা বেবী নাজনীনকে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে যায়।