ব্যাঙ ব্যাঙ ২- এ থাকছেন না ক্যাট-হৃত্বিক

0

bang-bang-hrithik-roshan-and-katrina-kaifগত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল হৃত্বিক রোশন এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ব্যাঙ ব্যাঙ সিনেমা। হলিউডে টম ক্রজ এবং ক্যামেরুন দিয়াজের সিনেমা থেকে তৈরি করা হয়েছিল ব্যাঙ ব্যাঙ। সম্প্রতি ব্যাঙ ব্যাঙ ২ সিনেমা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনান্দ।তবে ব্যাঙ ব্যাঙের এ সিক্যুয়ালে দেখা যাবে না ক্যাটরিনা কাইফ এবং হৃত্বিককে। ক্যাটরিনার বদলে এ সিনেমায় অভিনয় করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এদিকে হৃত্বিক রোশনের হলিউডে অভিষেক হতে পারে। এজন্য তিনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজেকে সেইভাবে তৈরি করতে।তবে হৃত্বিকের বদলে কে ব্যাঙ ব্যাঙ ২ এ অভিনয় করছেন তা জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More