ব্রিটেনের তরুণ ব্যান্ড সঙ্গীতগোষ্ঠী ভায়োলা বিচের তিন সদস্য ও দলটির ম্যানেজারসহ চারজন সুইডেনে এক সড়ক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সুইডেনে তাদের গাড়ি একটি মহাসড়কের সেতু থেকে ছিটকে ৮২ ফুট নিচে একটি খালের মধ্যে গিয়ে পড়ে।
ব্রিটেনের উঠতি এই ব্যান্ড গ্রুপটিকে সম্প্রতি খুবই সম্ভাবনাময় দল হিসাবে বিবেচনা করা হচ্ছিলো। ভায়োলা বিচ একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে সুইডেন গিয়েছিল। আগামী মাসে এই ব্যান্ড গ্রুপের যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল। ব্রিটেনে সঙ্গীত শিল্পের জগতে অন্যতম শীর্ষ সংগঠক ডেভ পিলিংগি বলেছেন, সাফল্যের জন্য এই ব্যান্ডের অসামান্য চেষ্টা ছিল।
Prev Post