বড় ভাই সীমান্ত’র বিয়ের পর সিরিয়াল নায়ক বাপ্পি চৌধুরীর !

0

1d40068d87ddbbcfdb07-300x198প্রতিবেদক- বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। অন্যরকম ভালোবাসা, জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, তবুও ভালোবাসি, কি প্রেম দেখাইলা, ইঞ্চি ইঞ্চি প্রেম, কি দারুণ দেখতে, আজব প্রেম, হানিমুন, দবির সাহেবের সংসার, অনেক সাধের ময়না, গুণ্ডা : দ্য টেরোরিস্টসহ এ পযর্ন্ত ২০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

বাপ্পি অভিনীত মুক্তি প্রাপ্ত সিনেমার অধিকাংশই জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে বাপ্পি চৌধুরী ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে শক্ত আসন করে নিয়েছেন। তিনি এখন সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সবকিছু মিলিয়ে সময়টা এখন বাপ্পির যাচ্ছে বলে চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন। সম্প্রতি দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন হালের এ ব্যস্ততম চিত্রনায়ক। এক. সাফিউদ্দিন সাফি পরিচালিত মিস কল শিরোনামের সিনেমায় দেখো যাবে বাপ্পিকে। ইতি মধ্যে এফডিসিতে সিনেমাটির কাজও শুরু হয়ে গেছে। সিনেমাটিতে বাপ্পি চৌধুরীর চরিত্রের নাম থাকছে রুম্মান।

সিনেমাটি প্রসঙ্গে কথা হয় জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর সাথে, এসময় তিনি বলেন এ ছবির গল্প, অ্যাকশন ও পোশাকে অনেক পরিবর্তন খুঁজে পাবেন দর্শক। ছবিটির কাজ ভালো হচ্ছে। প্রথম ভাগের পর ১৩ই ডিসেম্বর রাত থেকে এ ছবির দ্বিতীয় ভাগের কাজ শুরু করেছি আমরা। ছবিটিতে আমি একজন সফটওয়্যার হ্যাকার। আর এ ছবিতে আমার বিপরীতে দুই নবাগত নায়িকা তামান্না ও মুগ্ধতাকে দেখতে পাবেন দর্শক।

ছবিতে প্রেম তো অনেক দেখল দর্শকরা, এবার বাস্তব জীবনের প্রেম-বিয়ে নিয়ে কি ভাবছেন? এমন প্রশ্নের জবাবে বাপ্পি বলেন, আমার বড় ভাই সীমান্ত এখনও বিয়ে করেননি। তিনি সামনে বিয়ে করবেন। তারপর আমার সিরিয়াল আসবে। বড় ভাইয়ের পরই আমার বিয়ে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More