ছবিটি দেখে মঙ্গলবার রাতেই তিনি টুইট করেন, ‘ক্যামেরা পিছনে যেমন মাস্টার রয়েছেন ক্যামেরার সামনে তেমনই প্রতিভার ছড়াছড়ি।’
ছবিটির পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে ‘মাস্টার বিহাইন্ড দ্য ক্যামেরা’ বলে প্রশংসা করেছেন তিনি। শুধু তাই নয়, রণবীর সিংহ, প্রিয়াঙ্কা এবং দীপিকার অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি
বিগ বি’র কথায়, ‘ছবিতে মুখ্য ভূমিকায় থাকা তিনজনই নজরকাড়া অভিনয় করেছেন।’ এরপর রোহিত শেঠির ‘দিলওয়ালে’ দেখার ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
১৮ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’। ‘বাজিরাও মাস্তানিতে’ অভিনয় করেছেন দিপিকা পাড়ুকোন, রনবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে ‘দিলওয়ালে’র মাধ্যমে অনেক দিন পর পর্দায় ফিরেছেন এক সময়ের জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং কাজল। এছাড়া এতে আছেন বরুন ধাওয়ান এবং কৃতি শ্যানন।