২০১৪ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ৫০ জন নারীর নামের তালিকা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে তারা এ তালিকা তৈরি করে। ২০ লাখ ৩ হাজার ভোটের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন সানি লিওন। তবে এ তালিকায় প্রথম দশে প্রথমবারের মতোন স্থান করে নিলেন শ্রিয়া সেরান।
ভারতীয় মডেল ও অভিনেত্রী শ্রিয়া সেরেন কাঙ্ক্ষিত নারীর তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন। সোনম কাপুর, লিসা হায়দন এবং নার্গিস ফাখরির মতোন আবেদনময়ীদের পেছনে ফেলে তার অবস্থান ৭ নম্বরে।
কাঙ্ক্ষিত নারীর তালিকায় সেরা দশে আসতে পেরে উচ্ছ্বসিত শ্রিয়া সেরান। বর্তমানে ‘দৃশ্যায়াম’ নামের একটি সিনেমার কাজে ব্যাপক ব্যস্ততার মধ্যে দিন কাটছে এই আবেদনময়ী অভিনেত্রীর।
তেলেগু সিনেমার অভিনেত্রী হলেও বহু বলিউড সিনেমায় অভিনয় করেছেন শ্রিয়া। অভিনয় ছাড়াও শ্রিয়া মডেলিং এবং উপস্থাপনায় প্রানবন্ত থাকেন।
উল্লেখ্য, ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীদের তালিকায় প্রথমবারের মতো স্থান করেনিলো সাবেক পর্নস্টার সানি লিওন। আর তার পরেই রয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন শ্রীলঙ্কা সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ।
আর ‘সব সময়ের কাঙ্ক্ষিত নারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও কারিনা কাপুরকে। যদিও ৫০ জনের এ তালিকায় তাদের নাম নেই।