২০১৫-র ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘দম লাগাকে হাইশা’। শরত্ কাটারিয়া পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেদনেকর। ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম ছিল প্রেম প্রকাশ তিওয়ারি। নায়িকার চরিত্রের নাম ছিল সন্ধ্যা। যাঁরা দেখেছেন তাঁরা জানবেন যে, স্থুলকায় সন্ধ্যাকে বিয়ে করতে চূড়ান্ত আপত্তি ছিল প্রেমের। তবে বিয়ের পর ধীরে ধীরে ভালোবাসা হয়েই যায়। সেই ভূমিকে এখন দেখলে জাস্ট চমকে যাবেন!
