২০১৫-র ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘দম লাগাকে হাইশা’। শরত্ কাটারিয়া পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা এবং ভূমি পেদনেকর। ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম ছিল প্রেম প্রকাশ তিওয়ারি। নায়িকার চরিত্রের নাম ছিল সন্ধ্যা। যাঁরা দেখেছেন তাঁরা জানবেন যে, স্থুলকায় সন্ধ্যাকে বিয়ে করতে চূড়ান্ত আপত্তি ছিল প্রেমের। তবে বিয়ের পর ধীরে ধীরে ভালোবাসা হয়েই যায়। সেই ভূমিকে এখন দেখলে জাস্ট চমকে যাবেন!
সন্ধ্যার চরিত্রটি করার জন্য ৮৯ কেজি ওজন বানিয়েছিলেন ভূমি। ছোট্টখাটো চেহারায় এত ওজনের ফলে ভূমিকে বেশ মোটাই লেগেছে। তবে অভিনয় দক্ষতা দেখে ওসব মাথায় থাকেনি কারও। খুব কম চরিত্রই থাকে যা একাধারে দর্শক এবং ফিল্ম ক্রিটিকদের প্রশংসা কুড়োয়, ভূমির অভিনয় তেমনই ছিল। সকলেই ভেবেছিলেন, ইনি তো টাইপ কাস্ট হয়েই থেকে যাবেন। কারণ, অমন চেহারা নিয়ে তো আর সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করা যায় না! তাহলে? সেই জবাবটা ভূমি নিজেই দিলেন। সিনেমায় দেখা ভূমি-কে যদি চোখে লেগে থাকে, তবে এখনকার চেহারা দেখলে চিনতেই পারবেন না। নিজেরাই দেখে নিন।