চলে এসেছে ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকাদের উৎসবের সময় এখন। পিছিয়ে নেই বলিউডের আলোচিত প্রেমিকযুগল রনবীর সিং ও দীপিকা পাড়ুকোনও। দীপিকার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটানোর জন্য টরোন্টোতে পৌছে গেছেন রনবীর।
যদিও রনবীরের ইচ্ছা ছিল সকলের অগোচরে দীপিকার সঙ্গে কিছুটা রোমান্টিক সময় কাটানোর। কিন্তু সেটা সম্ভব হয়নি সাংবাদিকের কারণে। টরন্টোতে রনবীরের ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দীপিকাকে রনবীরের সারপ্রাইজ পুরোটাই মাটি করে দেন।
দীপিকা এখন ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন টরন্টোতে।
Prev Post