গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে অ্যাটাকের ঘটনায় শঙ্কিত দেশবাসী। দেশটা ছেয়ে গেছে আতঙ্কে। নিরাপত্তার প্রশ্নে খেই হারিয়ে ফেলছে সবাই। অভিনেতা থেকে সাধারণ মানুষ কেউই এই মুহূর্তে নিজেকে নিরাপদ ভাবছেন না।[ads1]
ঘটনার সময় ভারতে অবস্থান করলেও নিজেকে কিছুতেই নিরাপদ ভাবছেন না অভিনেত্রী নুসরাত ফারিয়া। গুলশানের ঘটনা মুহূর্তেই জেনে গেছেন ফেসবুকের কল্যাণে। শুধু তাই নয় একজন বাংলাদেশি হিসেবে বিমানবন্দরে জেরার মুখোমুখি হতে হয়েছিল তাকে।
সম্প্রতি ভারতের একটি পত্রিকার একটি আর্টিকেল লিখেছেন তিনি। সেখানে তিনি উল্লেখ্য করেছেন, প্রথমে এয়ারপোর্টে ভিসা ইমিগ্রেশন নিয়ে প্রচুর প্রশ্ন। বাংলাদেশের পাসপোর্ট রয়েছে বলে অনেক হ্যারাসমেন্ট। হোটেলেও প্রথমে আমার নাম গুগ্ল করল। তার পর শিওর হয়ে তবে ঢুকতে দিয়েছিল।’
জঙ্গিদের সমন্ধে ফারিয়ার ভাষ্য, ‘আমি ঠিক জানি না, তবে শুনলাম যারা এগুলো করেছে তারা ইয়াং জেনারেশন। ফ্রেশ ব্লাড। পড়াশোনায় তুখোড়। টেকনোলজিক্যালি অ্যাডভান্স। একটাই কথা মনে হচ্ছে, এত সুযোগসুবিধে থাকার পরেও এরা নিজের মেন্টালিটি আপগ্রেড করছে না? আজ তোমরা এটা যার জন্য করেছ, আই অ্যাম সরি, বলতে বাধ্য হচ্ছি আমার ইসলাম ধর্ম এ কথা বলে না!’[ads2]
এমন হত্যাকান্ডে নিজেকেও নিরাপরাধ ভাবছেন না তিনি। জানিয়েছেন, ‘মনে হচ্ছে, আমিও টার্গেট হতে পারি। কোনও দিন হয়তো জঙ্গিরা বলবে, ‘তুমি মুসলমান, তুমি সিনেমা করছ কেন? তাই তুমিই টার্গেট।’
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বাদশা’র প্রমোশনের কাজে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আজই দেশে ফিরবেন ফারিয়া। শত সংশয়ের মাঝেও বাংলাদেশেই ঈদটা করবেন।