মিডিয়াঙ্গনে অভিনেত্রী-নির্মাতাদের লুকোচুরি প্রেম নতুন কিছু নয়। জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম’র সঙ্গে নির্মাতা শিহাব শাহীনের প্রেমের সম্পর্ক রয়েছে। এমন একটি খবর দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচিত ছিল। রবিবার মম’র দেওয়া ছোট একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে সেই আলোচনাটি আবারও আঙ্গুল ফুলে কলাগাছ আকার ধারণ করে।
গেল ৮ মার্চ, নারী দিবসে মম লিখেন— “আমি জানতাম না আপনাকে, আজ ৩ বছর পর জানলাম আপনাকে…আর সাথে এ-ও জানলাম যে ‘আপনি এমন ই’…ভুল ছিলাম আমি, ভুল ছিল আপনার জন্য আমার ভালবাসা, কারণ নিখাদ আবেগকে আপনি ভুল ব্যাখ্যা করেছেন। ভাল থাকুন। আমি একা আছি আর একাই ভাল থাকব…।”
মম’র এই স্ট্যাটাস নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর স্ট্যাটাসটি ডিলেট করে দেওয়া হয়। তবে স্ট্যাটাসটির স্ক্রিন শটে এর সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে প্রেমের বিষয়টি কৌশলে এড়িয়ে যান এ মম। তার ভাষ্যমতে, ‘এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আর ফেসবুক স্ট্যাটাসে আমি তো কারও নাম লিখিনি। তাহলে শিহাব শাহীনের সঙ্গে আমার প্রেম ছিল। এ বিষয়টি আসছে কেন?’
এদিকে শিহাব শাহীনের সঙ্গে মম’র প্রেমের গুঞ্জন দীর্ঘদিন যাবত। যদিও মম ও শিহাব শাহীন দুজনেই এ বিষয়টি অস্বীকার করেছেন প্রতিবারই। মম’র দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন, ‘আমি আসলে জানি না মম ফেসবুকে কী লিখেছেন। আমি তো মম’র ফেসবুকে এমন কোনো স্ট্যাটাস দেখিনি। আমি বিষয়টি জেনে তারপর কথা বলছি।’
বর্তমানে শিহাব শাহিন নির্মিত ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মম। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মম। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। মম-এজাজ মুন্না দম্পতির সন্তানের নাম আরিজ উদ্ভাস।