বাংলা চলচ্চিত্রের তখন সুবর্ণযুগ। রুপালি পর্দায় রাজত্ব করছেন মহানায়ক উত্তমকুমার। তিনি যেটাতে হাত দিচ্ছেন, ফলছে সোনা। এমন এক প্রবাদপ্রতীম ব্যক্তিকে নিয়ে চলচ্চিত্র টলিউড ইন্ডাস্ট্রিতে হয়নি। কিন্তু এবার টেলিভিশনের পর্দায় দেখা দেবেন তিনি। মহানায়কের কাহিনি।
এই টেলি সিরিজ়ে উত্তমকুমারের পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, সবই উঠে আসবে। যেমন থাকবে সুচিত্রা সেনের কথা, তেমনি থাকবেন সুপ্রিয়া দেবী, গৌরী দেবী। সুচিত্রা সেনের চরিত্র নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বঙ্গরমণীর গ্ল্যামার তাঁর থাকা চাইই চাই। সঙ্গে মহানায়িকার মতো ব্যক্তিত্ব। এই চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন পাওলি দাম।
মহানায়কের জীবনে আরও একজন গুরুত্বপূর্ণ নারী হলেন সুপ্রীয়া দেবী। এই চরিত্রে চাই একজন স্মার্ট অভিনেত্রী। তবে তাঁর গ্ল্যামারও থাকা চাই। এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত হয়েছিলেন রাইমা সেন। তবে এখন শোনা যাচ্ছে রাইমা নাকি সরে যাচ্ছেন। তাঁর বদলে আসছেন তনুশ্রী চক্রবর্তী। শোনা গেছে, কাজের জন্য রাইমা নাকি সময় বের করতে পারেননি। তাঁর হাতে নাকি বেশ কয়েকটি হিন্দি ছবি আছে। তাই শেষ পর্যন্ত সুপ্রিয়া দেবীর জন্য তনুশ্রীকে ফাইনাল করা হয়েছে।
গৌরী দেবীর চরিত্রে অভিনয় করছেন মিশকা হালিম। কানন দেবীর চরিত্রে থাকবেন গার্গী রায়চৌধুরী। থিয়েটার অভিনেতা অনির্বান চক্রবর্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া থাকছেন পার্নো মিত্র ও ঋদ্ধিমা ঘোষ। টেলি সিরিজ়টি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত।