সংগীতশিল্পী পড়শি প্রতিযোগিতার জন্য একসময় গান গেয়েছেন, এর পর অ্যালবাম বের করেছেন, একপর্যায়ে চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। সব জায়গাতেই পড়শি আধুনিক গান গেয়েছেন, তবে এবারেই প্রথম রবীন্দ্রসংগীত গেয়েছেন পড়শি। রবীন্দ্রনাথের চিরচেনা ‘আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তাই গো’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শি। গানটির সংগীতায়োজন করেছেন সংগীতপরিচালক সন্ধি। গানটির মিউজিক ভিডিও গতকাল মঙ্গলবার ইউটিউবে রাত সাড়ে ৮টায় প্রকাশ করেছেন পড়শি।
মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন আবির ও পড়শি নিজেই। রম্য খানের পরিচালনায় মিউজিক ভিডিওর শুটিং ধামরাইয়ের জমিদারবাড়িতে করা হয়েছে। ভিডিওটি এরই মধ্যে দর্শক-শ্রোতার নজর কেড়েছে। এর আগে পড়শিকে বিভিন্ন লুকে মিউজিক ভিডিওতে দেখা গেছে। আর এই মিউজিক ভিডিওতে পড়শিকে উপস্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথের উপন্যাসের নায়িকাদের মতো করে। গান ছাড়াও ভিডিওতে যোগ করা হয়েছে রাসেল মাহমুদের আবৃত্তি।হঠাৎ রবীন্দ্রসংগীত গাইলেন কেন—জানতে চাইলে পড়শি এনটিভি অনলাইনকে বলেন, “ছোটবেলায় আম্মুর কণ্ঠে রবীন্দ্রসংগীত অনেক শুনেছি আমি। আম্মু বেশি গাইতেন ‘আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তাই গো’। আম্মু যখন এই গান গাইতেন, তখন আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম। ধীরে ধীরে গানটি আমারও অনেক প্রিয় হয়ে ওঠে। এর পর আম্মু ও ভাইয়ার কথায় মূলত গানটি গাইতে আমি অনুপ্রাণিত হয়েছি। গানটি আমি আমার মাকে উৎসর্গ করছি। আম্মু না চাইলে হয়তো এত তাড়াতাড়ি আমি রবীন্দ্রসংগীত গাইতাম না।”