মাতৃত্বকালীন বৈশাখ কাটাল সারিকা

0

সারিকা যে মা হবেন তা কে না জানে? এ বৈশাখেই মা হতে যাচ্ছেন সারিকা। মা হওয়ার আগে পহেলা বৈশাখে মাতৃত্বকালীন সময়ের ছবি প্রকাশ করলেন সারিকা। ছবিতে দেখা যাচ্ছে স্বামী মাহিম করিমের সঙ্গে ভালোবাসায় মাখামাখি সারিকার একান্তু কিছু মুহুর্তকে। সঙ্গে আছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পহেলা বৈশাখে সারিকা তার ভক্তদের জন্য এমন ছবিই উন্মোচিত করলেন।

11018581_1141070249252309_7794677640872306409_n_1

11050263_1141070032585664_5687525724149978745_n_0

আগামী মে মাসে সারিকার ঘরে নতুন অতিথি আসবে বলে জানিয়েছিলেন সারিকা। সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।

সূত্র: প্রিয় লাইফ

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More