সারিকা যে মা হবেন তা কে না জানে? এ বৈশাখেই মা হতে যাচ্ছেন সারিকা। মা হওয়ার আগে পহেলা বৈশাখে মাতৃত্বকালীন সময়ের ছবি প্রকাশ করলেন সারিকা। ছবিতে দেখা যাচ্ছে স্বামী মাহিম করিমের সঙ্গে ভালোবাসায় মাখামাখি সারিকার একান্তু কিছু মুহুর্তকে। সঙ্গে আছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পহেলা বৈশাখে সারিকা তার ভক্তদের জন্য এমন ছবিই উন্মোচিত করলেন।
আগামী মে মাসে সারিকার ঘরে নতুন অতিথি আসবে বলে জানিয়েছিলেন সারিকা। সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।
সূত্র: প্রিয় লাইফ