[ads1]ভ্যালেন্টাইন কেপরি, মাত্র দু’বছরের ছোট্ট মডেল। ইন্সটাগ্রামে এখনই তার ভক্ত তিন লাখ। এই ছোট্ট সোনার এতজন ফলোয়ার ছিল যে, তার আসল অ্যাকাউন্টাই হ্যাকড হয়ে যায়।
ভ্যালেন্টাইনের মা জানিয়েছেন, তার মেয়েকে একটি পদের প্রস্তাব দেয়া হয়। তার জন্য তাকে চারশ’ ডলার দেয়ারও প্রস্তাব দেয়া হয়। ভ্যালেন্টাইন ছবি তুলতে, মডেল হতে ভালোবাসে।
কোনো লজ্জা, ভয় ছাড়াই সে ছোট থেকেই ক্যামেরা-ফ্রেন্ডলি। [ads2]