আগামী ১ জানুয়ারি বর্নাঢ্য আয়োজনে অুনষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব’। প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে এমন আয়োজন এবারই প্রথম। মান্না ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বর্নাঢ্য এ উৎসবের মধ্যদিয়ে দেশের ৭ জন গুণী চলচ্চিত্র অভিনয়শিল্পীকে প্রদান করা হবে মান্না স্মৃতি পদক।
এ বিষয়ে মান্না ফাউন্ডেশনের চেয়ারপার্সন শেলী মান্না বলেন, ‘এ উৎসবে চলচ্চিত্র তারকাদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া এই প্রথমবারেরমতো মান্না স্মৃতি পদক প্রদান করা হবে। দেশের চলচ্চিত্রের ৭ জন গুনী অভিনেতা অভিনেত্রীর হাতে এ পদক তুলে দেওয়া হবে। উৎসবে মান্না অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্য প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন কলকাতার নায়িকা ঋতুপর্ণাও।।।