মাহি’র ইয়োলো রোমান্স!!

0

mahia mahi 2অগ্নি ২ এর পরে অনেকটা ক্যামেরা থেকে দূরেই ছিলেন মাহি। নিজের মত করে কাটিয়েছেন কিছু সময়। ব্যাস্ততা বিহীন অনন্দঘন সময়টা কেটেছে তার কাছের বন্ধুদের সাথেই। সম্প্রতি তিনি সিনেমায় ফিরছেন হুমায়ূন আহমেদ এর ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে। ছবটি পরিচালনা করছেন হুমায়ূন আহমেদে এর স্ত্রী মেহের আফরোজ শাওন।

এতো গেল মিডিয়া পাড়ার কথা, এবার আসির মাহি’র ইয়োলো রোমান্স নিয়ে।

অবসর সময়ে বন্ধুদের সঙ্গে শুধু হুল্লোড় করে কাটিয়েছেন তা নয়, আরেকটা কাজ তিনি করেছেন। নিতান্তই শখের কাজ। ঘর সাজানোর নানা ধরণের শো পিস, খেলনার সামগ্রী বানিয়েছেন। একাজে মাহির সঙ্গী ছিলেন তার বন্ধুরা। মাহির মাথায় চেপে বসলো এ ভুত। ইচ্ছে হলো ঘর সাজানো পণ্য কিংবা হ্যান্ডি ক্রাফটসের ব্যবসা করবেন। সে ইচ্ছে পূরণ করতে মাহি গোপনে গোপনে অনেক কাজ সেরে ফেলেছেন। ঘুরে ঘুরে যোগাড় করেছেন অসংখ্য শো পিস। জানা গেছে পন্য সংগ্রহে সুদূর চীনেও ঘুরে এসেছেন এ কাজে।

সেসব শো পিস বিক্রির অভিনব পন্থাও আবিস্কার করেছেন মাহি। ফেসবুকে নিজের প্রতিষ্ঠানের নাম ‘স্করপিয়ান হাট’-এর নামে পেজ খুলেছেন। সেখানে মাহি নিজেই প্রচার করছেন নিজের পন্য। বিক্রিও সেখানেই।

মঙ্গলবার রাতে নিজের পন্যের মডেল হয়ে প্রথম পন্য উন্মুক্ত করলেন মাহি। পন্যের নাম ‘ইয়েলো রোমান্স’। ভিডিও বার্তাই এখানে বিজ্ঞাপন। বিজ্ঞাপনে উৎফুল্ল মাহি পরিচয় করিয়ে দিলেন ইয়েলো রোমান্সের সঙ্গে।ইয়েলো রোমান্স একটি বেড ল্যাম্প। বিছানার দুপাশে রাখলে একধরণের রোমান্টিক পরিবেশ তৈরী হবে আপনার। চাইলেই মাহির স্করপিয়ান হাটে ঘুরে করে আসতে পারেন।

স্করপিয়ান হাটের ফেসবুক পেজ – Scorpion Hut

Screenshot_1

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More