‘মাহেঞ্জো দারো’তে নিজেইকেই ছাড়িয়ে ঋত্বিক (ভিডিও)

0

Hrittik[ads2]কৃষ, কাইটস, গুজারিশ কিংবা জিন্দেগি না মিলেগি দোবারাকে নয়, ক’দিন আগে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মাহেঞ্জো দারো’কে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে জানিয়েছিলেন বলিউডের সুপার ক্যারেক্টার খ্যাত তারকা অভিনেতা ঋত্বিক রোশান নিজেই। আর এবার সে কথায় যেন অক্ষরে অক্ষরে ফললো ঋত্বিকের ‘মাহেঞ্জো দারো’র ট্রেলার দেখে।

২০ জুন ইউটিউবে রিলিজ পেয়েছে কৃষ খ্যাত তারকা অভিনেতা ঋত্বিক রোশান ও একেবারে বলিউডের ফ্রেশ মুখ পূজা হেগড়ে অভিনীত তুমুল আলোচিত সিনেমা ‘মাহেঞ্জো দারো’র ট্রেলার। ৩মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে দুর্দান্তরূপে দেখা গেছে ঋত্বিক রোশানকে। ছবিতে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে এর আগে আর কোনো ছবিতেই এই রূপে দেখা যায়নি ঋত্বিককে। ট্রেলার রিলিজের পর পরই ঋত্বিক আলোচনার কেন্দ্রবিন্দু! [ads1]

অভিনেতা ঋত্বিক টুইটার ও ফেসবুকে ‘মাহেঞ্জো দারো’র ট্রেলারটি শেয়ার করে লিখেন, এটা কেউ কি দেখেছেন? এই ছবির প্রত্যেকটি মিনিট নাকি ভালোবাসার পরতে পরতে করা। এমনটায় জানিয়েছেন ঋত্বিক। এর আগেও এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি।

ঋত্বিক রোশান গত বছর থেকে টানা শুটিং করে আসছেন এই ছবিটির জন্য। বেশ পরিশ্রমও করেছেন তিনি। মাঝখানে শুটিংয়ে আহত হয়ে বেশ কিছুদিন কাজও বন্ধ ছিল। কিন্তু সবকিছু এখন গুছিয়ে নিয়েছেন। মুক্তির তালিকায় চলতি বছরে প্রতীক্ষায় থাকা ‘মাহেঞ্জো দারো’র প্রমোশনে নামবেন শিগগিরই, এমনটা জানানোর দুই সপ্তাহের মধ্যে ট্রেলার রিলিজ দিলেন তিনি। অগ্রীম ভক্ত অনুরাগীদের উদ্দেশে বলে দিলেন, ‘মাহেঞ্জো দারো’-ই তার ক্যারিয়ারে সেরা সিনেমা!

‘মাহেঞ্জো দারো’র শুটিংয়ের কথা বলতে গিয়ে ঋত্বিক রোশান স্মৃতিকাতর ভঙ্গিতে বলেছিলেন, ‘মাহেঞ্জো দারো’ আমার জন্য অসাধারণ একটা জার্নি, অদ্ভুত অভিজ্ঞতা হল কাজটি করে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, এটা আমার ক্যারিয়ারে অন্যতম সেরা একটি ছবি হতে যাচ্ছে। আমার বিশ্বাস দর্শকও ছবিটি রিলিজ হওয়ার পর আমার কথার সঙ্গে একমত পোষণ করবেন। সত্যিই মাত্র সাড়ে তিন মিনিটের ট্রেলারে ঋত্বিক তার নিজেকেই ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। এখন শুধু ১২ আগস্ট সিনেমা রিলিজ পাওয়া পর্যন্ত অপেক্ষা!

প্রসঙ্গত, ‘মাহেঞ্জো দারো’ সভ্যতার সময়কার একটি বাস্তব গল্প নিয়ে নির্মিত ‘মাহেঞ্জো দারো’। আশুতোষ গোয়ারকির পরিচালনায় ছবিতে ঋত্বিক-পূজা ছাড়াও অরণোদয় সিং এবং কবির বেদি। [ads1]

ঋত্বিক রোশানের ‘মাহেঞ্জো দারো’র ট্রেলার:

[ads1]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More