মিলন মাহমুদের জীবনে নতুন ছন্দ

0

‘জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই’— খ্যাত সঙ্গীতশিল্পী মিলন মাহমুদের জীবনে নতুন ছন্দ এলো। বিয়ে করেছেন জনপ্রিয় এই গায়ক। পাত্রীর নাম মৌরী রহমান। ১ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিন মিলনের উত্তরার বাসায় বিয়ে পড়ানো হয়। এরপর দুপুরে উত্তরার জিনজিয়ান রেস্তোরাঁয় রিসিপশন অনুষ্ঠিত হয়।

মিলন মাহমুদ দ্য রিপোর্টকে জানান, বুয়েট থেকে পড়াশোনা করা মৌরী পেশায় স্থপতি। তিনি নরসিংদীর মেয়ে। বাবা-মার একমাত্র সন্তান মৌরী।

মিলন মাহমুদ জানান, প্রিয় মানুষকে জীবনসঙ্গী করতে পেরে তিনি উচ্ছ্বসিত। মৌরীর সঙ্গে তার আগে থেকে জানাশোনা ছিলো। দুজনের মধ্যে বোঝাপড়াটাও বেশ ভালো।

মিলন ক্রসফিট বাংলাদেশ নামে জিমে মৌরীকে প্রথম আবিষ্কার করেন। মৌরী সেখানকার একজন সদস্য। ওখানে নিয়মিত ব্যায়াম করতেন মিলনও। মৌরীর সঙ্গে প্রথম আলাপ ওখানেই।

মিলন দ্য রিপোর্টকে বলেন, ‘আমিই মৌরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ওর কোনো আপত্তি ছিলো না। কিন্তু ওর পরিবারের সবুজ সংকেত পেতে একটু সময় লাগলো। শেষমেশ দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হলো।’

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের অনেকে। তাদের মধ্যে হাবিব ওয়াহিদ, তপু, শাহেদ, শচি শামস, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ অন্যতম।

নবদম্পতি মিলন ও মৌরী দ্য রিপোর্টকে জানান, অচিরেই তারা হানিমুনে যাচ্ছেন। তবে দেশের বাইরে নয়। হানিমুনের জন্য তাদের দুজনের পছন্দের জায়গা বান্দরবান।

বাণীপ্রধান গানের জন্য মিলন মাহমুদ সবার নজর কাড়েন। ২০০৫ সালে প্রকাশ হয় তার প্রথম একক এ্যালবাম ‘ধ্যান’। এরপর একে একে বাজারে আসে ‘আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’, ‘পরবাস’ ‘স্বপ্নডানা’ ও ‘আলিঙ্গন’। কিছুদিন পর প্রকাশ হবে তার নতুন একক। এখন চলছে রেকর্ডিং।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More